নবীর মসজিদের গম্বুজ ও মিনার

লিখেছেন লিখেছেন মোহাম্মদ মুজিবুল হক ২২ আগস্ট, ২০১৫, ০৪:১৩:০২ বিকাল

পবিত্র আল মদিনা আল মুনওয়ারা এখানেই আল মসজিদ আল নববী অথবা নবীর মসজিদ প্রিয় নবী মদিনায় হিজরতের পর ৬২২ ঈসায়ী তে এ মসজিদ নির্মাণ করেন. আল মসজিদ আল নববী অথবা নবীর মসজিদের সবচেয়ে আকর্ষনীয় ও দৃষ্টিনন্দন স্হাপনা হলো পূর্ব দক্ষিণ দিকের সবুজ গম্বুজ ও মিনার এখানেই ছিল প্রিয় নবী ও হযরত আয়েশা সিদ্দিকার ( রাঃ) বাসগৃহ. প্রিয় নবীর ওফাতের পর এই স্হানেই চিরশায়িত হন. প্রিয় নবীর পাশেই চিরশায়িত আছেন ইসলামের প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দিকী (রাঃ) ও দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক (রাঃ). ওসমানীয় শাসনামলে ১৮১৮ সালে গম্বুজ টি নির্মাণ করা হয় এবং ১৮৩৭ সালে গম্বুজটিতে সবুজ রং লাগানো হয় যা এখন প্রিয় নবীর প্রতি ভালবাসার প্রতীক প্রতি বছর কয়েক কোটি মুসলমান পবিত্র "আল মদিনা আল মুনওয়ারার" "আল মসজিদ আল নববী" অথবা নবীর মসজিদে নামাজ পড়েন . ও প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর রওজা শরীফ জেয়ারত করতে আসেন. আল মদিনা আল মুনওয়ারার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাঃ এর রওজা শরীফের পাশেই অবস্হিত দুনিয়ার এক মাত্র জান্নাতের অংশবিশেষ যা "রিয়াজুল জান্নাহ" নামে সর্বাধিক পরিচিত. আমার দেখার মধ্যে এই শহরই পৃথিবীর জান্নাত . আল্লাহ সকল কে আল মক্কা আল মোকাররমা হজ্বে বায়তুল্লাহ ও জেয়ারতে আল মদিনা আল মুনওয়ারা নসীব করুন. আমিন.

বিষয়: বিবিধ

১০৯৫ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

337569
২২ আগস্ট ২০১৫ সন্ধ্যা ০৭:০০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
337582
২২ আগস্ট ২০১৫ রাত ০৮:০৮
শেখের পোলা লিখেছেন : আমিন!
337676
২৩ আগস্ট ২০১৫ রাত ০১:৩৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু। ভালো লাগলো ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File